গোআইবিবো’র ‘প্রাইস লক’ ফিচার

1 min read

ভারতের অগ্রণী অনলাইন ট্রাভেল ব্র্যান্ড গোআইবিবো চালু করল এক ইন্ডাস্ট্রি-ফার্স্ট ফিচার – ‘প্রাইস লক’। এর ফলে বিমানযাত্রীরা সাতদিন অবধি তাদের বিমান ভাড়ার মূল্যের সম্ভাব্য ওঠাপড়া আটকে রাখতে পারবেন। এর উদ্দেশ্য হল টিকিটের দাম না মিটিয়েই যাত্রীরা যেন আগে থেকে বিমানে আসন বুক করে রাখতে পারেন। প্রাইস লকের মাধ্যমে বিমানযাত্রীরা টিকিটের মূল্যবৃদ্ধির হাত থেকেও রক্ষা পাবেন।

বিমানযাত্রীরা অনেকসময় যাত্রার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে চিন্তায় থাকেন তারা টিকিট কেটে রাখবেন, নাকি অপেক্ষা করবেন আর দাম বাড়ার ঝুঁকি নেবেন। প্রাইস লক ফিচার এব্যাপারে তাদের সাহায্য করবে। এই সার্ভিসের দ্বারা গ্রাহকরা টিকিটের দাম ১ দিন, ৩ দিন বা ৭ দিন আটকে রাখতে পারবেন সামান্য কিছু ফী দিয়ে, যা পরবর্তীতে টিকিট কেনার সময়ে অ্যাডজাস্ট করে নেওয়া যাবে।

You May Also Like