টোটোর‌ ওপর বুলডোজার চালানোর অভিযোগে বিক্ষোভ

1 min read

বুলডোজার চালিয়ে জলপাইগুড়ি শহরের ৪৪টি‌ টোটো গুড়িয়ে‌ দেওয়া হয়েছে‌। এই অভিযোগ নিয়ে জোরদার আন্দোলন শুরু করলো‌ টোটো চালকরা।টোটোর‌ ওপর বুলডোজার চালানোর অভিযোগ তুলে সোমবার বিশাল‌ মিছিল করে পুরসভা ভবনের সামনে আন্দোলন শুরু করল‌ বামপন্থী টোটো ইউনিয়নের সদস্যরা।

জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গা থেকে তারা মিছিল নিয়ে এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন। সংগঠনের সম্পাদক শুভাশিস সরকার বলেন, অবৈধভাবে ৪৪ টোটোকে বুলডোজার চালিয়ে ভেঙে দিয়েছে আরপিও দপ্তর।আমরা আশঙ্কা করছি এভাবে অন্যান্য টোটো চালকদের ওপরেও আঘাত নেমে আসতে পারে।

 এছাড়া টোটো ভাড়া ১৫ টাকা থেকে কমিয়ে ১০ টাকা করে দেওয়ার প্রতিবাদে পৌরসভা দপ্তরে অভিযান চালিয়েছি আমরা। আরটিও দপ্তরেও চলবে ‌ আমাদের অভিযান। তার আগে শহরের বিভিন্ন জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছে টোটো চালকরা।

You May Also Like