প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য

1 min read

বিগত বেশ কিছুদিন যাবৎ তৎপর হয়েছে মাওবাদীরা। এবার তাঁদের বিরুদ্ধে উঠে এল এক চাঞ্চল্যকর তথ্য। চীন থেকে অস্ত্র নিয়ে আসার ছক কষেছিল বাংলা ও ঝাড়খণ্ডের মাওবাদীরা। আর তার নেপথ্যে মধ্যস্ততায় সহায়তা করছে বাংলাদেশের ‘পিএসপি'(পূর্ববঙ্গ সর্বহারা পার্টি)। বিষয়টি সফল করার বাংলা ও ঝাড়খণ্ডের শীর্ষস্থানীয় মাওবাদী নেতাদের সঙ্গে বৈঠক করেন পিএসপি। সম্প্রতি আত্মসমর্পণকারী মাওবাদী নেতা মহারাজ প্রামাণিককে জেরা করে উঠে এসেছে এমন তথ্য। এই তথ্য পাওয়ার পরই সংশ্লিষ্ট রাজ্যগুলিকে সতর্ক করা হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে।

গোয়েন্দা সূত্রে খবর, ঝাড়খণ্ডের সিংভূম জেলায় বছর দুই ধরেই চলছে এই বৈঠক, যেখানে উপস্থিত থাকছেন মহারাজ প্রামাণিক, সব্যসাচী, আকাশ, জয়িতা দাস, প্রতীক ভৌমিক সহ সংগঠনের বড় মাথারা। এমনকি মহারাজের মাধ্যমেই অস্ত্র ও সংগঠন চালানোর জন্য এক কোটি টাকা এসেছে ছত্তিশগড় থেকে।

বৈঠকে ঠিক হয়, চীন থেকে আগত এই অস্ত্র খুলনাতে আনা হবে, এরপর সেখান থেকে নদীপথে উত্তর ২৪ পরগণা জঙ্গলমহল, নদীয়া ও দুই ২৪ পরগনার বিভিন্ন জায়গায় ওই অস্ত্র পাঠানোর পরিকল্পনা ছিল মাওবাদীদের। উল্লেখ্য, এমন চাঞ্চল্যকর তথ্য পাওয়ার পরই ওইসব জেলাগুলিতে তল্লাশি অভিযান শুরু হয়েছে পুলিশের।

You May Also Like