বেশ কিছুটা স্বস্তি, নির্বাচনের আগে বড় ঘোষণা

1 min read

দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজার দর। বাড়তে থেকে প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে দেশবাসীকে একটি বড় উপহার দিয়েছে কেন্দ্রীয় সরকার। ঘরোয়া LPG সিলিন্ডারের দাম ২০০ টাকা কমানোর ঘোষণা করা হয় সরকারের তরফে।

এরপর সারাদেশে ১৪.২ কেজির LPG সিলিন্ডারের দাম কমেছে। দাম কমার পর ভর্তুকি ছাড়া ঘরোয়া সিলিন্ডারের দাম ৯ বছর আগের পর্যায়ে নেমে এসেছে। পাশাপাশি, সরকারের উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীরা এই সিলিন্ডারগুলি আরও সস্তায় পাচ্ছেন।

দেশে উজ্জ্বলা সুবিধাভোগীর সংখ্যাও ৯.৬০ কোটি থেকে বেড়ে ১০.৩৫ কোটি হবে। ২০১৪ সালে দেশে ভর্তুকিযুক্ত গ্যাস সিলিন্ডারের দাম সাম্প্রতিক সময়ের তুলনায় অনেক কম ছিল। সেই সময়ের কথা হলে, সিলিন্ডারে ভর্তুকি দেওয়ার পরে, ২০১৪ সালের ১ মার্চে রাজধানী দিল্লিতে মাত্র ৪১০.৫০ টাকায় ঘরোয়া গ্যাস সিলিন্ডার পাওয়া গিয়েছিল।

You May Also Like