যাত্রীদের কথা মাথায় বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে

1 min read

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। এমনিতে প্রায় সব ট্রেনেই প্যান্ট্রি কারের ব্যবস্থা আছে। তবে এই ব্যবস্থা রয়েছে শুধুমাত্র এসি এবং স্লিপার কোচের যাত্রীদের জন্য।

তবে এবার থেকে রেলের জেনারেল কোচের জন্য ‘ইকোনমি মিল’ শুরু করেছে রেল। ইতিমধ্যেই, নর্থ ওয়েস্ট রেলওয়ে উদয়পুর, আজমির এবং আবু রোড স্টেশনে এই ‘ইকোনমি মিল’ পরিষেবা শুরু করেছে। যারফলে নামমাত্র মূল্যে যাত্রীরা পেয়ে যাচ্ছেন সুস্বাদু খাবার। এই ৩ টি স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে যেখানে জেনারেল কোচ থামে, তার ঠিক সামনেই রয়েছে এই ‘ইকোনমি কাউন্টার’।

রেল যে কম্বো থালি আনার কথা ভাবছে তাতে থাকবে রাজমা-চাল, খিচুড়ি, ছোলা-বাটুরে, দোসা ইত্যাদি। দূরপাল্লার ট্রেনে জেনারেল কামরার যাত্রীদের যাতায়াতের সমস্যার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছে রেল।

You May Also Like