বন্ধ হচ্ছে না দুয়ারে রেশন প্রকল্প

1 min read

আরো একবার পড়তে চলেছে করোনা সংক্রমণের প্রকোপ৷ ইতিমধ্যেই করোনা সংক্রমণকে বাগে আনতে রাজ্য জুড়ে জারি হয়েছে একাধিক কড়া বিধিনিষেধ৷ এই মুহূর্তে পরিস্থিতি সামাল দিতে বাতিল করা হয়েছে ‘দুয়ারে সরকার’ শিবির৷ এমতাবস্থায় আপাতত ‘দুয়ারে রেশন’ প্রকল্প স্থগিত রাখার আবেদন জানিয়েছিলেন রেশন ডিলাররা৷ কিন্তু সেই আবেদন খারিজ করে দিয়েছে রাজ্য সরকার৷ দুয়ারে রেশন প্রকল্পকে ‘অত্যাবশ্যকীয়’ বলে উল্লেখ করা হয়েছে৷ তাই কোভিড পরিস্থিতিতে কোনও ভাবেই ‘দুয়ারে রেশন’ প্রকল্প বাতিল করা হবে না৷ সেই সঙ্গে রেশন কার্ডে বায়োমেট্রিক লিংকের কাজেও বিধিনিষেধ থাকছে না বলে জানানো হয়েছে৷  

এই বিষয়ে খাদ্য দফতরের সচিব পারভেজ সিদ্দিকি বলেন, ‘‘এর আগে যখন লকডাউন হয়েছিল, তখনও রেশন পরিষেবা বন্ধ করা হয়নি। রেশন পরিষেবা বন্ধ করা হলে সাধারণ মানুষ খাবে কী করে? তাছাড়া দুয়ারে রেশন ব্যবস্থা স্বাস্থ্যকর। এই প্রকল্পের অধীনে কোনও ব্যক্তিকেই এক জায়গায় বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে না। তাই জমায়েত হওয়ার সম্ভাবনাও নেই৷ খোলা জায়গায় প্রকল্পের গাড়ি দাঁড় করানো থাকবে৷ যাঁরা রেশন নেবেন, তাঁরা গাড়ির সামনে আসবেন এবং সেখান থেকে রেশন নিয়ে চলে যাবেন। মানুষকে অত্যাবশ্যকীয় পরিষেবা দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্প চালু করেছেন। তাই কোনও ভাবেই দুয়ারে রেশন প্রকল্পই বন্ধ করা হবে না।’ 

প্রসঙ্গত, ২০২১-এর ১৬ নভেম্বর থেকে শুরু হয়েছে দুয়ারে রেশন প্রকল্প। তার আগে কিছুদিন পাইলট প্রজেক্ট হিসাবে এই কাজ চালানো হয়৷ তবে দুয়ারে রেশন নিয়ে শুরু থেকেই রেশন ডিলারদের মধ্যে অসন্তোষ ছিল। মামলা গড়িয়েছিল কলকাতা হাইকোর্ট পর্যন্ত৷ তবে মামলায় জয়ী হয় রাজ্য৷ ডিলারদের অভিযোগ, দুয়ারে রেশন প্রকল্প চালাতে গিয়ে ইন্টারনেট সংযোগের সমস্যা দেখা যাচ্ছে৷ কোভিড পরিস্থিতিতে নিরাপত্তার অভাবও রয়েছে৷ এই আবহে কোভিডের ‘অজুহাতে’ কিছুদিন অন্তত প্রকল্প স্থগিত রাখার দাবি করেছিলেন ডিলাররা। 

You May Also Like