৫০ গ্রামের রূপোর বারে স্মরণীয় রোঙ্গালি বিহু

1 min read

হিন্দু সৌর বছরের শুরুতে অসমের প্রধান উৎসব বোহাগ বা রোঙ্গালি বিহু উদযাপন করা হয়।  প্রধানত ক্ষেত থেকে নতুন ফসল ঘরে তোলার সময়  এই উৎসব পালিত হয়। তাই এই  উৎসবকে স্মরণীয় করে রাখতে MMTC-PAMP-এর উদ্যোগে ভারতের একমাত্র লন্ডন বুলিয়ন মার্কেট অ্যাসোসিয়েশন (LBMA) ৫০( ৯৯৯.৯ )গ্রামের বিশুদ্ধতম রৌপ্য বারগুলি চালু করেছে।  যাতে অসমের ঐতিহ্য ও সাংস্কৃতি খোদাই করা আছে। 

বলাবাহুল্য, নাচ, গান ও ট্রাডিশনাল খাবারর সাথে ধূমধাম করে অসমে পালিত হয় বোহাগ বা রোঙ্গালি বিহু। উল্লেখ্য, এই রূপোর বারটি প্রধানত কৃষক ও কৃষি শিল্পের সঙ্গে জড়িত  কৃষি উত্সবের প্রতি উৎসর্গ করা হয়েছে।

‘জাপি’- কৃষকের টুপি, ‘গামুসা’, ঐতিহ্যবাহী মোটিফের সাথে বোনা একটি কাপড় যা উষ্ণ আতিথেয়তার প্রতিনিধিত্ব করে, ‘ঢোল’ এবং ‘পেপা’। যা বিহু নৃত্যের সময় বাজানো হয়। এই মোটিফ গুলি রুপোর বাড়তি অতি সূহ্ম খোদাই শিল্পের মাধ্যমে তুলে ধরা হয়েছে।

You May Also Like