শিলং-এ IndiGo-র হেরিটেজ ওয়াক

1 min read

IndiGo এর CSR শাখা IndiGo Reach এবং Inter Globe Foundation / IGF–এর  জনহিতকর শাখার উদ্যোগে এপ্রিল মেঘালয়ের শিলং-এ ‘মাই সিটি মাই হেরিটেজ’ ক্যাম্পেনের অন্তর্গত হেরিটেজ ওয়াকের আয়োজন করেছে IndiGo। ২০২২ সালের নভেম্বরে দিল্লিতে এই ক্যাম্পেনটি শুরু হয়। এরপর প্রয়াগরাজ এবং ভুবনেশ্বরে এই  হেরিটেজ ওয়াক শুরু হয়। যার লক্ষ্য,  ভারতে ঐতিহ্য ও সংস্কৃতির মূল্য ও গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।  

ভারতের রক মিউজিক ক্যাপিটাল শিলং-এ IndiGo-এর  এই হেরিটেজ ওয়াকের নেতৃত্বে ছিলেন মেরি থেরেসি কুরকালাং এবং ইন্ডিগোর আনিস আইলিন্টি নরোনহা সহ স্থানীয় সম্প্রদায়ের সদস্য এবং সরকারি কর্মকর্তারা। পদযাত্রাটি আইকনিক ল্যান্ডমার্ক তথা ডিলানস ক্যাফে, সেন্ট এডমন্ডস চার্চ , লাইতুমখরাহ মার্কেট, ডন বস্কো স্কোয়ার, ক্যাথলিক ক্যাথেড্রাল, ওয়ার্ডস লেক হয়ে    পাইনউড হোটেলে শেষ হয়।

IndiGo এর চিফ এক্সিকিউটিভ অফিসার পিটার এলবার্স বলেন, এই হেরিটেজ ওয়াক শিলং-এর সমৃদ্ধ ঐতিহ্যের প্রতি আমাদের ভালবাসার একটি ছোট প্রচেষ্টা।

You May Also Like