আইআরএল-এর জন্য আরপিপিএল-এক্সনমোবিল পার্টনারশিপ

1 min read

দেশের মোটরস্পোর্টে বিপ্লব ঘটাতে অফিসিয়াল লুব্রিকেন্ট পার্টনার হিসেবে রেসিং প্রমোশন প্রাইভেট লিমিটেড (আরপিপিএল)-এর সাথে যুক্ত হচ্ছে-এক্সনমোবিল লুব্রিকেন্ট প্রাইভেট লিমিটেড। উলফ রেসিং দ্বারা রিচালিত ইন্ডিয়ান রেসিং লিগের (আইআরএল)-এর জন্যই এই পার্টনারশিপ।

উল্লেখ্য, ১৯ নভেম্বর  আইআরএল-এর প্রথম রাউন্ড হায়দ্রাবাদে ফ্ল্যাগ অফ হবে। এটি হল একমাত্র ৪-হুইল রেসিং লীগ যেখানে ছয়টি শহর-ভিত্তিক ফ্র্যাঞ্চাইজি দল রয়েছে৷ প্রাক্তন ফর্মুলা ওয়ান এবং লে ম্যানস ড্রাইভার সহ মহিলা এবং পুরুষ উভয় এই আইআরএল রেসিং লিগে অংশ নেবে। রাউন্ড ২ এবং রাউন্ড ৩ ডিসেম্বর সপ্তাহান্তে অনুষ্ঠিত হবে মাদ্রাজ মোটর ইন্টারন্যাশনাল সার্কিটে।  ১০ ও ১১ ডিসেম্বর হায়দ্রাবাদে হবে গ্র্যান্ড ফিনালে। 

আরপিপিএল-এক্সনমোবিল পার্টনারশিপ ভারতে মোটরস্পোর্টস ইকোসিস্টেম তৈরি করবে। আইআরএল-এর লক্ষ্য হল  রেসিং প্ল্যাটফর্মগুলিতে বিশ্বমানের দৃশ্যমানতা তৈরি করা। উল্লেখ্য,  এক্সনমোবিলের সাথে এই পার্টনারশিপ ভারতে মোটরস্পোর্টস সেক্টরকে বিশ্বমানের প্ল্যাটফর্ম প্রদান করবে। যা ইতিমধ্যেই এফ১-এর জন্য শীর্ষ পাঁচটি ফ্যান বাজারের মধ্যে রয়েছে। এক্সনমোবিল লুব্রিকেন্টস প্রাইভেট লিমিটেডের সিইও ভিপিন রানা বলেন, ভারতে মোটরস্পোর্টকে বিশ্বমানের প্ল্যাটফর্ম প্রদান করতেই আমাদের এই পার্টনারশিপ।

You May Also Like