ডেঙ্গু নিয়ে স্বাস্থ্য আধিকারিকদের তালবাহানার অভিযোগে সরব যুব কংগ্রেস

1 min read

মুখ‍্য স্বাস্থ্য অধিকারিকের অনুপস্থিতিতে স্মারকলিপি প্রদান নিয়ে ধস্তাধস্তি, সঠিক তথ‍্যের অভাবে ডেঙ্গু পরিসংখ্যান না জানা ও ডেঙ্গু নিয়ে স্বাস্থ্য আধিকারিকদের তালবাহানার অভিযোগে সরব শিলিগুড়ি বিধানসভার যুব কংগ্রেস। ডেঙ্গুর পরিসংখ্যান বলছে ডেঙ্গু উর্দ্ধমুখি, কিন্তু স্বাস্থ্য আধিকারিদের দেওয়া অভিমতে ডেঙ্গু নিম্নমুখী।আজ এই তথ‍্যের ভিত্তিতে শিলিগুড়ি বিধানসভা যুব কংগ্রেস পথে নেমে বিক্ষোভ দেখান ও মুখ‍্য স্বাস্থ্য আধিকারিকে এক স্মারকলিপি দেন।

শিলিগুড়ি মহকুমা পরিষদে CMHO এর দপ্তরে স্মারকলিপি দিতে গেলে মুল প্রবেশ পথে পুলিশ তাদের আটকে দেন। এতেই আন্দোলনকারীরা ক্ষিপ্ত হন ও এরপরেই ধস্তাধস্তি শুরু হয়ে যায়। সব শেষে পুলিশ ৪ জনকে প্রবেশের অনুমতি দেন। CMHO এর অনুপস্থিতিতে অতিরিক্ত মুখ‍্য স্বাস্থ্য আধিকারিক নন্দলাল মুখার্জি স্মারকলিপি গ্রহণ করেন।

শিলিগুড়ি বিধানসভা যুব কংগ্রেসের সহ-সভাপতি শুভজিৎ চক্রবর্তী বলেন, “ডেঙ্গু নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানান প্রশ্ন, সঠিকভাবে সঠিক তথ‍্য তাঁরা জানতে পারছেন না। এছাড়াও স্বাস্থ্য সাথীর অধীন কোন কোন বেসরকারি নাসিংহোম গুলো রয়েছে সেগুলো সকলের অজানা। ডাঃ নন্দলালবাবুর সঙ্গে কথা হয়েছে। তিনি সঠিক ভাবে তথ্য তুলে ধরবেন বলেছেন। তা না হলে ১০দিন পরে আবারও আসবো।”

You May Also Like