গভীর রাতে হাতির হানায় ক্ষতিগ্রস্ত স্কুল ও বেশকিছু বাড়ি

1 min read

গভীর রাতের হাতির হানা, ক্ষতিগ্রস্ত প্রাথমিক বিদ্যালয়ের রান্নাঘর সহ এলাকার বেশ কয়েকটি বাড়ি। শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে রাজগঞ্জ ব্লকের মান্তাদাড়ি গ্রাম পঞ্চায়েতের ললিতা বাড়ি এলাকায়।জানা গিয়েছে, রাত প্রায় আড়াইটা নাগাদ একটি দাঁতাল হাতি ললিতা বাড়ি গ্রামে ঢুকে তান্ডব চালায়।

হাতির তান্ডবে শিকারপুর ননিতা পাড়া প্রাইমারি স্কুলের রান্নাঘর ক্ষতিগ্রস্ত হয়।পাশাপাশি বেশকিছু ঘরও ক্ষতিগ্রস্থ করে হাতিটি।এদিন গ্রামের বাসিন্দা সুশান্ত রায়ের পরিবারের সদস্যরা দুটি ঘরে ঘুমিয়ে ছিল। হঠাৎই ঘর ভাঙার আওয়াজে ঘুম ভাঙে তাদের।কোনরকমে ঘর থেকে পালিয়ে প্রাণে বাঁচেন বাড়ির সদস্যরা।তবে দুটি ঘর, খাট ও আলমারি সহ বিভিন্ন জিনিস ভেঙে ফেলে হাতিটি।

এছাড়াও ঘরে থাকা চাল-ডাল সহ খাদ্য সামগ্রী সাবার করে।বেশকিছুক্ষণ এভাবে তান্ডব চালানোর পর হাতিটি বৈকুন্ঠপুর জঙ্গলে ফিরে যায়।হাতির তান্ডবে সবকিছু হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে দিনমজুর  পরিবারটি।খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বনদপ্তরের আধিকারিকরা। ঘটনার তদন্তের পাশাপাশি পরিবারটিকে সাহায্যের আশ্বাস দেন তারা।

You May Also Like