প্রকাশ্যে এলো চাঞ্চল্যকর তথ্য

1 min read

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই প্রতিটি প্রকল্প ঘোষিত করেছে সরকার। যার মধ্যে অন্যতম হল লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী।

তবে অন্যদিকে পশ্চিমবঙ্গের রাজকোষের অবস্থা বহুদিন ধরেই বেহাল। আর সমস্ত হিসেব নিকেশের পর নয়া চাঞ্চল্যকর অভিযোগ এনেছে CAG। তারা জানিয়েছে, গেলবার বিধানসভা ভোটের আগের বছর বিভিন্ন জনদরদী এবং ভোটমুখী প্রকল্প যেমন, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, রূপশ্রীর মতো প্রকল্প চালানোর জন্য বাজেটের বাইরে গিয়েও ধার করতে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে।

CAG এর রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের রাজকোষ ঘাটতি বা আয়-ব্যয়ের ফারাক বাড়ছে। আর সেই ঘাটতি মেটানোর জন্য প্রতি বছর পাহাড় প্রমাণ অর্থ বাজার থেকে ধার করতে হচ্ছে। এদিকে এই অর্থের বেশিরভাগ চলে যাচ্ছে পুরনো ধার সুদে-আসলে শোধ করার জন্য।

You May Also Like