চাঞ্চল্যকর পরিস্থিতি, এবার তলব করা হলো স্বয়ং মুখ্যমন্ত্রীকে

1 min read

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য। এই পরিস্থিতিতে ইডির তরফ থেকে নেওয়া হলো বড় সিদ্ধান্ত। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে দিল্লি আবগারি নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে কেন্দ্রীয় সংস্থার তরফ থেকে।

সুপ্রিম কোর্ট এই মামলায় কেজরিওয়ালের প্রাক্তন ডেপুটি মণীশ সিসোডিয়ার জামিনের আবেদন প্রত্যাখ্যান করেছিল। পাশাপাশি সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এবং ইডি-কে দ্বারা এই মামলায় তার বিরুদ্ধে তদন্তগুলি আগামী 8 মাসের মধ্যে শেষ করার নির্দেশও দেওয়া হয়েছে।

গত এপ্রিল মাসে কেজরিওয়ালকে দুর্নীতি এবং অপরাধমূলক ষড়যন্ত্রের তদন্তের বিষয়ে সিবিআই প্রায় প্রশ্ন করেছিল। এই মামলায় আম আদমি পার্টির দুই নেতা আপাতত গারদের ওপারে। একজন দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোডিয়া এবং অপরজন রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং।

You May Also Like