প্রকাশ্যে এলো শান্তনুর মোবাইলের তথ্য

1 min read

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতেই জেলবন্দি হুগলীর যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়।

হুগলীর যুবনেতা শান্তনু নিজের মোবাইলে একটি নম্বর সেভ করে রেখেছিলেন৷ তবে কোনো নামে নয়, শান্তনুর মোবাইলে নম্বরটি সেভ ছিল ‘আননোন ১’ বলে। এবার আদালতে গোয়েন্দা সংস্থার তরফে পেশ করা সেই ১১৩ পাতার চার্জশিটে উল্লেখ করা হয়েছে ‘Unknown 1’ এর সঙ্গে বিপুল পরিমান টাকার লেনদেন হয়েছে নেতার।

ইডির দাবি, ওই আননোন ব্যক্তি তার পরিচিত আত্মীয়দের চাকরি পাইয়ে দেবেন বলে শান্তনুকে ১ কোটি ৩৯ লক্ষ টাকা দিয়েছিলেন। ইতিমধ্যেই সেই সংক্রান্ত সমস্ত কথোপকথন, চিঠির ফটো কপি বাজেয়াপ্ত করেছে তদন্তকারী সংস্থা। ইডি জানিয়েছে ওই ব্যক্তির নাম গুণধর খাঁড়া। চাকরি করে দেওয়ার জন্য যিনি শান্তনুকে বিপুল অংকের টাকা পাঠান তিনি। যদিও, ইডির অভিযোগ মানতে নারাজ শান্তনু। তার দাবি, এই ব্যক্তিকে তিনি চেনন না৷

You May Also Like