রেলের সাথে সমন্বয় রেখে জনসাধারণের স্বার্থে কাজ করবেন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ

0 min read

রেলের সাথে সমন্বয় রেখে জনসাধারণের স্বার্থে কাজ করবেন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ। সেই উদ্দেশ্যেই রেল আধিকারিকদের নিয়ে রেলের জায়গায় ব্যবহৃত সমস্ত জায়গা পরিদর্শন করলেন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ। বুধবার তিনি পৌঁছান শিলিগুড়ির বাগরাকোট ও ফুলেশ্বরী আন্ডারপাস এলাকায়।

বর্তমানে বাগরাকোট দিয়ে যান চলাচল প্রায় বন্ধ। অনেকটাই ঘুরপথে মানুষকে পৌঁছাতে হয় শহরের দিকে। সেই কারণে কিভাবে এর বিকল্প ব্যবস্থা করা যায় সেই দিক খতিয়ে দেখতে এই এলাকায় পৌঁছান তিনি। জায়গাও চিহ্নিত করেন।
পরবর্তীতে বিধায়ক শংকর ঘোষ জানান, রেলের সাথে সমন্বয়ে রেখেই কাজ করবেন তিনি। বাগরাকোটে এই মুহূর্তে আন্ডারপাস বা উড়ালপুল সম্ভব নয়, সেই কারণে বিকল্প একটি রেল ক্রসিংয়ের ভাবনা নিয়েছেন তারা। শুধু তাই নয় আন্ডারপাসে জমে থাকা জল সমস্যা নিয়েও কথা বলবেন রেল,বা রাজ্যে সরকারের বিভিন্ন দপ্তরের সঙ্গে। পাশাপাশি রেলের জায়গা দখল বা অপব্যবহার নিয়েও সরব হন তিনি।

You May Also Like