পঞ্চায়েত কর্মচারীদের দূরবর্তী গ্রাম পঞ্চায়েত এলাকায় বদলির প্রতিবাদে অবস্থান বিক্ষোভ

1 min read

কোচবিহার জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত কর্মচারীদের দূরবর্তী গ্রাম পঞ্চায়েত এলাকায় বদলির প্রতিবাদ জানিয়ে আজ কোচবিহার জেলা পরিষদের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের কোচবিহার শাখার সদস্যরা।

তাদের অভিযোগ কোচবিহার জেলায় বিভিন্ন গ্রাম পঞ্চায়েত গুলির কর্মীদের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে বদলি করা হয়েছে। তাদের দাবি যে সমস্ত কর্মীদের বাড়ি কোচবিহার শহরে অথবা কোচবিহার শহর সংলগ্ন এলাকায় তাদেরকে হলদি বাড়িতে বদলি করা হয়েছে।

আবার যাদের বাড়ি হলদিবাড়িতে তাদের বদলি করা হয়েছে কোচবিহার শহর সংলগ্ন গ্রাম পঞ্চায়েতগুলিতে।যে সমস্ত কর্মীদের বদলি করা হয়েছে তাদের ৯৫ শতাংশ কর্মীদের এই ধরনের দূরবর্তী গ্রাম পঞ্চায়েতে বদলি করা হয়েছে। সেই জায়গায় যাতে গ্রাম পঞ্চায়েতের কর্মীদের নিকটবর্তী গ্রাম পঞ্চায়েতগুলিতে বদলি করা হয় সেই দাবিতে আজ অবস্থান-বিক্ষোবে বসেছে তারা।

You May Also Like