ভারতে ২০০ মিলিয়ন মাইলফলক অতিক্রম করল স্ন্যাপচ্যাট(SNAPCHAT)

1 min read

স্ন্যাপচ্যাটের ঘোষিত মাইলফলক অনুযায়ী ভারতে মাসিক সক্রিয় ২০০ মিলিয়নেরও বেশি ব্যবহারকারী বা স্ন্যাপচ্যাটারদের পরিষেবা প্রদান করছে স্ন্যাপচ্যাট (SNAPCHAT)। একটি স্থানীয় প্ল্যাটফর্মের সাথে পার্টনারশিপের মাধ্যমে স্পটলাইট এবং স্টোরিজের আঞ্চলিক নির্মাতাদের সহযোগিতায় ভারতে বিনিয়োগ চালাচ্ছে স্ন্যাপচ্যাট। যা Snap-কে এই উল্লেখযোগ্য মাইলফলক পৌঁছতে সাহায্য করেছে।

উল্লেখ্য, বর্তমানে ভারতে প্রায় ১২০ মিলিয়নেরও বেশি ভারতীয় স্ন্যাপচ্যাটার স্টোরিজ এবং স্পটলাইট শেয়ার করে বা দেখে।  স্ন্যাপচ্যাট ব্যবহারকারীরা সবচেয়ে বেশি সময় ব্যয় করে স্ন্যাপচ্যাটের বিনোদন প্ল্যাটফর্ম স্পটলাইটে। যা স্ন্যাপচ্যাট ইউজার দের সংখ্যা বাড়াতে একদিকে যেমন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তেমনি অপরদিকে নতুন প্রজন্মের নির্মাতাদের ক্ষমতায়নেও সাহায্য করছে।

বলাবাহুল্য,  ভারতে স্ন্যাপচ্যাটাররা ফটো এবং ভিডিও-র  জন্য প্রতি মাসে ৫০ বিলিয়নেরও বেশি বার অগমেন্টেড রিয়েলিটি /AR লেন্স ব্যবহার করে। এছাড়া উৎসবের মাসগুলিতে ভারতে AR লেন্স ব্যবহার প্রায় ৮৫% বেড়ে যায়।  Snap ভারতীয় স্ন্যাপচ্যাটারদের জন্য হাইপার-লোকাল কন্টেন্ট এবং সাংস্কৃতিক মুহূর্তগুলিকে তুলে ধরতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 

You May Also Like