সোনির নতুন ইনজোন হেডসেট

1 min read

পিসি গেমারদের জন্য সোনি ইন্ডিয়া নিয়ে এলো এক নতুন গেমিং গিয়ার ব্র্যান্ড – ইনজোন। ইনজোন হেডসেট লাইন-আপে থাকছে দুইটি নতুন ওয়্যারলেস হেডসেট – ৩২ ঘন্টার ব্যাটারি লাইফ-সহ ইনজোন এইচ৯ ও ৪০ ঘন্টার ব্যাটারি লাইফ-সহ ইনজোন এইচ৭। সেইসঙ্গে থাকছে একটি ওয়্যার্ড হেডসেট – ইনজোন এইচ৩।

তিনটি মডেলেই রয়েছে মিউট ফাংশন-সহ ফ্লেক্সিবল ফাইল-আপ বুম মাইক্রোফোন, নয়েজ ক্যান্সেলিং ও অ্যাম্বিয়েন্ট সাউন্ড মোড, ‘বেটার গেমপ্লে’র জন্য ‘ইন্টারঅপারাবিলিটি’, ৩৬০ স্পেশাল সাউন্ড (360 Spatial Sound) ও ৭.১সিএইচ সারাউন্ড সাউন্ড। হেডফোন টেকনোলজিতে সোনির অভিজ্ঞতা ব্যবহার করে ইনজোন এইচ৯ ও ইনজোন এইচ৭ হেডফোনের ডায়াফ্রাম তৈরি হয়েছে ইউনিক শেপে, ফলে এগুলি ‘এক্সট্রিমলি হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড’ রিপ্রোডিউস করতে সক্ষম।

২৬ সেপ্টেম্বর থেকে সোনি ইনজোন হেডফোনগুলি পাওয়া যাচ্ছে সকল সোনি রিটেল স্টোর্স (সোনি সেন্টার ও সোনি এক্সক্লুসিভ), www.ShopatSC.com পোর্টাল, প্রধান ইলেক্ট্রনিক স্টোর্স ও অন্যান্য ই-কমার্স ওয়েবসাইটগুলি থেকে। দামের রেঞ্জ এরকম: ইনজোন এইচ৯ – ২১৯৯০ টাকা (এমআরপি ২৭৯৯০ টাকা), ইনজোন এইচ৭ – ১৫৯৯০ টাকা (এমআরপি ২১৯৯০ টাকা) ও ইনজোন এইচ৩ – ৬৯৯০ টাকা (এমআরপি ৯৯৯০ টাকা)।

You May Also Like