আরও এক নিম্নচাপের কবলে রাজ্য, পুজোর আগে ভাসতে পারে বাংলা

1 min read

ব্যাপক গরমের পর আবার ক্ষণিকের জন্য স্বস্তি পেলো কলকাতাবাসী৷ পূর্বাভাস ছিলই, ব্যাপক বৃষ্টির পাশাপাশি বঙ্গ উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বইতে পারে৷ ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। নিম্নচাপের জেরে রাতভর ভিজল শহর কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গ৷ তবে এরই মাঝে প্রশ্ন জাগছে পুজো নিয়ে৷

পুজোর সময় বৃষ্টি হবে কী হবে না, তা নিয়ে জোর চর্চা চলছে। এরই মধ্যে মহালয়ার আগে বঙ্গ যে ভাসতে পারে তার একটা পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে। বলা হয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ভারী বৃষ্টি হতে পারে বাংলার একাধিক জেলায়। পাশাপাশি অনুমান করা হচ্ছে, রবিবার থেকে নিম্নচাপের সম্ভাবনা রয়েছে যার কারণে মঙ্গলবার থেকে বৃষ্টিপাত হবে। এতএব মহালয়ার আগে বাংলার বৃষ্টি দাপুটে ইনিংস খেলতে পারে।

হাওয়া মহল থেকে জানান হয়েছে, রবিবার একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে বঙ্গোপসাগরে। মঙ্গলবারের মধ্যে সেই ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হতে পারে। তার কারণেই আগামী সপ্তাহের শুরু দিক থেকে বঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা। শনিবার থেকেও হালকা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হবে বলে আভাস দেওয়া হয়েছে।

আবহাওয়া দফতর বলছে, ওড়িশা উপকূলের দিকে অগ্রসর হবে সম্ভাব্য নিম্নচাপ। তবে নিম্নচাপ যত এগোবে, তত পশ্চিমবঙ্গ উপকূলে প্রভাব বাড়বে। এদিকে দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের আভাস দেওয়া হয়েছে। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ির একাংশে ভারী বৃষ্টিপাত এবং কোচবিহার, আলিপুরদুয়ারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস।

You May Also Like