কড়া নির্দেশ বিদ্যালয়গুলিকে

0 min read

আচমকা ভিজ়িটের পরই এবার কড়া নির্দেশ বিদ্যালয়গুলিকে, নড়ে চড়ে বসলো শিক্ষা দফতর। জলপাইগুড়ির সার্কিট বেঞ্চে যাওয়ার আগে হঠাৎই গাড়ি থামিয়ে জেলার অন্যতম প্রাচীন বিদ্যালয় ফণীন্দ্রদেব ইনস্টিটিউশনের ভেতরে ঢুকে যান হাই কোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। সোজা প্রধান শিক্ষকের ঘরে চলে যান তিনি।

প্রধান শিক্ষকের কাছে রেজিস্টার বুক দেখতে চান বিচারপতি। জানতে পারেন সেদিন বিদ্যালয়ের ৪৫ জন শিক্ষকের মধ্যে ১২ জন শিক্ষক অনুপস্থিত! এই বিষয়ে জানতে চেয়ে এক সপ্তাহের মধ্যে জেলা স্কুল পরিদর্শকের কাছে রিপোর্ট তলব করেন বিচারপতি বসু।

একগুচ্ছ নয়া নির্দেশিকা জারি হয়েছে বিদ্যালয়গুলির জন্য। জানানো হয়েছে, এবার থেকে প্রধান শিক্ষকের থেকে অনুমতি ছাড়া কোনো শিক্ষক কোনওরকম ছুটি নিতে পারবেন না। ছুটি নিলেও কী কারণে ছুটি, সেই বিষয়েও যাবতীয় তথ্য ও কাগজপত্র জমা করতে।

You May Also Like