আতঙ্ক নিয়ে সিকিম থেকে ফিরলেন পড়ুয়ারা

1 min read

সিকিমে রিসার্চ করতে গিয়ে আটকে পড়েছিল হাড়িয়া ইউনিভার্সিটির অর্থনৈতিক বিভাগের ছাত্রছাত্রীরা। টানা দুদিন পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই তাদেরকে শিলিগুড়িতে ফিরিয়ে আনা হয়। শনিবার শিলিগুড়িতে ফিরে আসা সেই ছাত্র-ছাত্রীদের সাথে দেখা করলেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব। এছাড়াও মেয়রের সাথে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার। এদিন ছাত্র-ছাত্রীদের সাথে দেখা করে তাদেরকে সব রকম ভাবে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন মেয়র।

জানা গিয়েছে, মোট ২৫ জন ছাত্রছাত্রী ও দুজন অধ্যাপক এই টিমে ছিল, তারা মূলত সিকিমের প্রকৃতি নিয়ে রিসার্চ করতে এসেছিল। কিন্তু মঙ্গলবার রাতে আচমকাই হড়পা বানে বিপর্যস্ত হয় সিকিমের জনজীবন এই পরিস্থিতিতে তারা সেখানে আটকে পড়ে। এরপর শনিবার তাদেরকে সেখান থেকে ফিরিয়ে আনা হয় বর্তমানে তাদেরকে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা ইয়ুথ হোস্টেলে রাখার ব্যবস্থা করা হয়েছে পুরনিগমের তরফে।

You May Also Like