জামাইষষ্ঠীর দিন খুলছে তারাপীঠ মন্দির। মায়ের মূর্তি স্পর্শ করা যাবে না, সেরকমই তোলা যাবে না ছবিও!

0 min read

আগামী বুধবার অর্থাৎ ১৬ ই জুন একমাস বন্ধ থাকার পর জামাই ষষ্ঠীর দিনে খুলে যাচ্ছে তারাপীঠ মন্দির৷ তবে এই করোনা উদ্বেগজনক সময়ে পুজো দেওয়ার সময় একগুচ্ছ নিয়ম মানতে ভক্তদের ।আগে যেমন মায়ের মায়ের মূর্তি স্পর্শ করা যেত এখন তা আর করা যাবে না। এমনকি ছবি তোলাও যাবে না। তার সাথে পুজো দেওয়ার সময় স্যানিটাইজার ও মাক্স ব্যবহার করতে হবে।

গত ১৫ মে তারাপীঠ মন্দির বন্ধ হয়ে যায় শুধুমাত্র নিয়ম মেনে মায়ের নিত্য পূজা করতেন পূজারীরা । তারাপীঠ মন্দিরের ওপরেই হোটেল ব্যবসা থেকে শুরু করে অটো চালক, ফুল, ডালা বিক্রেতার মত অসংখ্য মানুষের জীবিকা নির্ভর করে। মন্দির বন্ধ থাকায় তারাও দুশ্চিন্তায় পড়েছেন। কিন্তু ধীরে ধীরে মন্দির খোলার খবরে তাদের মধ্যে স্বস্তি ফিরছে।রাজ্যে কিছুটা হলেও করোনা সংক্রমণের হার কমার ফলে আগামী বুধবার থেকে সরকারি বিধি নিষেধ অনুযায়ী কিছুটা শিথিল হবে বলে মনে করা হচ্ছে। ফলে বিক্রেতাদের মধ্যে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে।

আগে মন্দিরের গর্ভে গিয়ে ঢুকে ভক্তরা অনেকেই পুজো দিতে পারতেন এমনকি ছবি তুলতে পারতেন, কিন্তু স্বাস্থ্যবিধির কথা মাথায় রেখেই মায়ের ছবি তোলা , মাকে স্পর্শ করা যেত না। কিন্তু বিধিনিষেধ কিছুটা শিথিল হওয়ার ফলে পারলেও মায়ের মন্দিরের ভেতরে ঢুকতে পারলেও দূর থেকেই পূজা দিতে হবে ভক্তদের ।এমনকি মন্দির বা গর্ভগৃহে কোনভাবেই জমায়েত করতে দেওয়া হবে না।

You May Also Like