টাটা এআইএ সর্বাধিক এমডিআরটি অ্যাডভাইসর-সহ বীমা সংস্থাগুলির শীর্ষস্থানে

1 min read

ভারতের অন্যতম শীর্ষস্থানীয় জীবন বীমা সংস্থা টাটা এআইএ লাইফ ইন্স্যুরেন্স (টাটা এআইএ) সর্বাধিক সংখ্যক এমডিআরটি কোয়ালিফায়েড অ্যাডভাইসর্সের জন্য বিশ্বের সেরা ৫টি বীমা সংস্থার মধ্যে স্থান পেয়েছে। টাটা এআইএ-তে ২০২৩-এর ১ জুলাই পর্যন্ত এমডিআরটি (মিলিয়ন ডলার রাউন্ড টেবিল) লিগের জন্য যোগ্যতা অর্জনকারী ১৯৭৮ জন অ্যাডভাইসর রয়েছেন। এমডিআরটি কোয়ালিফায়েড অ্যাডভাইসরগণ জীবনবীমা ক্ষেত্রে তাদের জ্ঞান ও দক্ষতার ‘বেস্ট ইন দ্য ইন্ডাস্ট্রি’ হিসেবে বিবেচিত হন। তারা গ্রাহকদের সঠিক পরামর্শ দেওয়ার জন্য প্রস্তুত এবং জীবনের সকল পর্যায়ের চাহিদা পূরণে সক্ষম করেন।

আরেকটি সাফল্য হিসেবে টাটা এআইএ যোগ্যতাসম্পন্ন সর্বাধিক সংখ্যক (৯৩৬) মহিলা এমডিআরটি অ্যাডভাইসরের কারণে বিশ্বব্যাপী নবম ও ভারতে এক নম্বর স্থানে রয়েছে। এক্ষেত্রে টাটা এআইএ এই প্রথম বিশ্বের ‘টপ টেন’ দলে প্রবেশ করেছে। ২০২৩ অর্থবর্ষে টাটা এআইএ পশ্চিমবঙ্গে ১৭,২৯০টি নতুন ব্যক্তিগত পলিসি বিক্রি করেছে, যা নিউ বিজনেস প্রিমিয়ামের ক্ষেত্রে ১৭৬ কোটি টাকারও বেশি। সংস্থাটি ২০২৩ অর্থবর্ষে এই রাজ্যে ৪১৩১টিরও বেশি নিউ লাইসেন্সড অ্যাডভাইসর (এনএলএ) নিয়োগ করেছে এবং ২০২৩-এর ৩০ জুন পর্যন্ত এই কোম্পানিতে ৭,৬০৭জন ইন্স্যুরেন্স অ্যাডভাইসর রয়েছেন।

এমডিআরটি হল একটি বিশ্বব্যাপী স্বাধীন সংস্থা যাতে রয়েছেন বিশ্বের ৭০টি দেশের ৫০০টিরও বেশি শীর্ষস্থানীয় জীবনবীমা ও আর্থিক পরিষেবা পেশাদার। তারা ধারাবাহিকভাবে পেশাদার জ্ঞান, কঠোর নৈতিক আচরণ এবং অসামান্য গ্রাহক পরিষেবা দিয়ে চলেছেন। এমডিআরটি কোয়ালিফায়ার-গণ বিশ্বের সেরা আর্থিক পেশাদারদের প্রতিনিধিত্বকারী। এমডিআরটি মেম্বারশিপে দুটি অতিরিক্ত স্তরও রয়েছে – কোর্ট অফ দ্য টেবল (সিওটি) এবং টপ অফ দ্য টেবল (টিওটি)। একজন সিওটি অ্যাডভাইসরকে অবশ্যই এমডিআরটির চেয়ে তিনগুণ বেশি ব্যবসা অর্জন করতে হবে, আর একজন টিওটি অ্যাডভাইসরকে অবশ্যই সিওটি অ্যাডভাইসরের চেয়ে দ্বিগুণ ব্যবসা অর্জন করতে হবে। টাটা এআইএ-তে চলতি বছরে ১০৩ জন সিওটি এবং ৩০ জন টিওটি রয়েছেন।

You May Also Like