এইচডিএফসি ব্যাঙ্কের সঙ্গে হাত মিলিয়েছে টাটা মোটরস

1 min read

দেশে ইভি যান বাড়ানোর লক্ষে  যাত্রীবাহী ইভিতে বৈদ্যুতিক যানবাহন ডিলার ফাইন্যান্সিং সলিউশন দেওয়ার জন্য ইলেকট্রিক ভেহিকেল ইনভেন্টরি ফাইন্যান্সিং প্রোগ্রামের অন্তর্গত ভারতের বৃহত্তম বেসরকারি ব্যাঙ্ক এইচডিএফসি-র সাথে এমওইউ / মউ স্বাক্ষর করল টাটা মোটরস।  টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিকেলস লিমিটেডের আসিফ মালবারি এবং এইচডিএফসি  ব্যাঙ্কের গ্রুপ হেড-রিটেল অ্যাসেটস অরবিন্দ কপিলের মধ্যে মউ স্বাক্ষর হয়। 

এই স্কিমের অধীনে টাটা মোটরস তার ডিলারদের রেপো লিঙ্কড লেন্ডিং রেট (আরএলএলআর)-এর সাথে যুক্ত আকর্ষণীয় মূল্যের সাথে তাদের  আইসিই ফাইন্যান্স সীমার উপরে অতিরিক্ত ইনভেন্টরি ফান্ডিং প্রদান করবে। যার পরিশোধের মেয়াদ থাকবে ৬০ থেকে ৭৫ দিনের মধ্যে।  এছাড়াও ব্যাঙ্ক উচ্চ চাহিদার পর্যায়গুলি পূরণ করার জন্য অতিরিক্ত সীমাও অফার করবে। যা ডিলারদের কাছে বছরে তিনবার পাওয়া যাবে।

টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিকেলস লিমিটেডের আসিফ মালবারী বলেন, ইলেকট্রিক ভেহিকেল ইনভেন্টরি ফাইন্যান্সিং প্রোগ্রামের অন্তর্গত আমরা ভারতের সবচেয়ে বড় বেসরকারি ব্যাঙ্ক এইচডিএফসি-র সাথে যুক্ত হতে পেরে অত্যন্ত গর্বিত।

You May Also Like