নেট-জিরো নির্গমনের লক্ষ্যে লিডআইটি-এর  সঙ্গে টাটা মোটরসের অংশীদার

1 min read

অটোমোটিভ ইন্ডাস্ট্রিজে অন্যতম টাটা মোটরস এবার লিডারশিপ গ্রুপ ফর ইন্ডাস্ট্রি ট্রানজিশন (LeadIT)-এর সঙ্গে অংশীদারিত্বের কথা ঘোষণা করেছে। এটি একটি বৈশ্বিক জোট যা সুইডেন এবং ভারত সরকার দ্বারা জাতিসংঘের জলবায়ু অ্যাকশন সামিটে ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে চালু করা হয়। লিডআইটি-এর সদস্য হিসাবে, টাটা মোটরস বিশ্বব্যাপী সর্বোত্তম অনুশীলনের শক্তিকে কাজে লাগাতে, নীতি-নির্ধারণকে প্রভাবিত করতে এবং অন্যান্য সদস্যদের সঙ্গে তার জলবায়ু নিয়ে বিভিন্ন পরিকল্পনাকে শক্তিশালী করতে সক্ষম হবে, এর ফলে কোম্পানি নেট-জিরো নির্গমনের দিকে আরও কিছুটা এগিয়ে যাবে।

টাটা মোটরস-এর ভাইস প্রেসিডেন্ট এবং চিফ সাসটেইনেবিলিটি অফিসার এসজেআর কুট্টি বলেন, “আমরা লিডআইটি-এর সঙ্গে যোগ দিতে পেরে আনন্দিত, এটি একটি মাইলফলক যা পরিবেশগত স্থিতিশীলতার প্রতি আমাদের উৎসর্গকে তুলে ধরে। এই যোগদান ২০৪০ সালের মধ্যে আমাদের যাত্রীবাহী যানের (পিভি) ব্যবসা জুড়ে নেট-শূন্য নির্গমন অর্জনের প্রতিশ্রুতি এবং ২০৪৫ সালের মধ্যে আমাদের বাণিজ্যিক যানবাহনের (সিভি) ব্যবসাকে সবুজ ভবিষ্যতের দিকে নিয়ে যাওয়ার প্রতি আমাদের অঙ্গীকারের প্রমাণ।”

সুইডেনের জলবায়ু ও পরিবেশ মন্ত্রী এবং লিডআইটি-এর কো-চেয়ার রোমিনা পৌরমোখতারি বলেন, “আমরা আশা করি এই অংশীদারিত্ব বিশ্বব্যাপী পরিবর্তনকে অনুপ্রাণিত করবে। আমি আমাদের নেতৃস্থানীয় অংশীদারদের গ্রুপে টাটা মোটরসকে দেখার অপেক্ষায় রয়েছি।”

You May Also Like