টাটা মোটর্সের ২১টি নতুন কমার্সিয়াল ভেহিকেল

1 min read

ভারতের বৃহত্তম কমার্সিয়াল ভেহিকেল নির্মাতা টাটা মোটর্স দেশের আর্থিক প্রগতির ধারাকে সচল রাখতে ২১টি নতুন প্রোডাক্ট ও ভেরিয়েন্ট নিয়ে এসেছে। বিভিন্ন সেগমেন্টে মাল পরিবহন ও যাত্রী পরিবহনের জন্য নির্মিত এই ভেহিকেলগুলি টাটা মোটর্সের ‘পাওয়ার অফ সিক্স’ সুবিধা প্রদান করবে এবং সেইসঙ্গে দেবে ‘হায়ার প্রোডাক্টিভিটি’ ও ‘লোয়ার টোটাল কস্ট অফ ওনারশিপ’ (টিসিও)।

২১টি ভেহিকেল উদ্বোধন করে টাটা মোটর্সের এক্সিকিউটিভ ডিরেক্টর গিরীশ ওয়াঘ জানান, কমার্সিয়াল ভেহিকেলের ক্ষেত্রে অগ্রণী ভূমিকায় থাকা টাটা মোটর্স গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে ‘স্মার্টার’, ‘ফিউচার-রেডি’ প্রোডাক্ট ও সার্ভিস পেশ করে চলেছে। সদ্য চালু করা ২১টি ‘ফিচার রিচ’ ভেহিকেল আনা হয়েছে ভারতের অর্থনীতির চাহিদার দিকে লক্ষ্য রেখে এবং কার্যকর পরিবহনের ক্রমবর্ধমান প্রয়োজনীয়তার কথা বিবেচনা করে। এই ভেহিকেলগুলি সবরকমের কাজের জন্য তৈরি করা হয়েছে। এগুলিতে সর্বাধুনিক প্রযুক্তি-কৌশল ব্যবহার করে শক্তপোক্ত, আরামদায়ক ও সহজ ব্যবহারযোগ্য করে তোলা হয়েছে, যাতে গ্রাহকদের প্রয়োজন ও চাহিদা মেটানো সম্ভব হয়। এগুলি কমখরচে আরও বেশি আয় দেবে।

You May Also Like