দক্ষিণবঙ্গে বাড়তে তাপমাত্রার পারদ

1 min read

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে ফের আবহাওয়ার ভোল বদলের ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দফতর। আজ থেকেই আবহাওয়ার উন্নতি হবে দক্ষিণবঙ্গে। বাড়বে তাপমাত্রা।

দুঃখের খবর হল, আগামী ৭২ ঘন্টায় ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে কলকাতা সহ দক্ষিণে। হুড়হুড়িয়ে বাড়বে তাপমাত্রা। যদিও কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, গভীর নিম্নচাপ ক্রমশই দুর্বল হয়ে ঝাড়খণ্ডের দিকে সরে গিয়েছে। যার জেরে আজ থেকেই বড় বদল দক্ষিণবঙ্গের আবহাওয়ায়। কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ দুই-এক পশলা হালকা বৃষ্টিপাতও হতে পারে। অন্যদিকে আগামী দুদিন উত্তরের সমস্ত জেলাতেই বর্ষণ হবে।

You May Also Like