সেই ‘মহালয়া’ আজ আর নেই?

1 min read

অতিক্রান্ত দুই দশক! সেই ১৯৯৯-২০০০ থেকে ২০১৯-২০২২। তবু আজও অমলিন সেই স্মৃতি। বেতারের বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র ও পঙ্কজ গলায় “মহিষাসুরমর্দ্দিনী”-র সাথে সাথে শুরু হত কলকাতা দূরদর্শনের মহালয়া। আর মহালয়া মানেই বাঙালির পুজো শুরু। তবে সংযুক্তা বন্দ্যোপাধ্যায়ের মহালয়া ছাড়া আজও বাঙালির দুর্গোৎসব অসম্পূর্ণ থেকে যায়। কারণ এই নস্ট্যালজিয়া অনেকের সঙ্গেই জড়িয়ে, এ নস্ট্যালজিয়া যেন সার্বজনীন। মহিষাসুরমর্দিনীরূপী সংযুক্তা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যাদের ছোটবেলার অনেকগুলো বছর জড়িয়ে তাঁদের চোখ আজও খোঁজে তাদের এই চেনা দুর্গাকে৷ কালের নিয়মে অনেক কিছুর বদল হয়।

কিন্তু ভাবতে অবাক লাগে, মাঝে কেটে গেল ২১টি বছর; তবুও কেন আর একটিও এমন প্রযোজনা থেকে বঞ্চিতই রইলাম আমরা? ঠিক কোন ঘাটতির কারণে আর হলো না এমন একটিও মহালয়া ? কম্পিটিশনের ইঁদুরদৌড়ে ঝলমলে অথচ জড়বৎ, প্রাণহীন, আন্তরিকতাশূন্য, উগ্র ব্যাবসাদ্বারীতের এর মহালয়ার অনুষ্ঠানে ভারাক্রান্ত মন । চলুন সব ছেড়ে ঘুরে আসি সেই অতীতের সোনালি মহালয়ার ভোরে… চোখ ধাঁধানো গ্রাফিক্সের ঝলকানিতে নয়, শরতের মিঠে সোনা রোদে ভরিয়ে নিই আরেকবার আমাদের মন ।

You May Also Like