সেতুর বেহাল দশা,বিক্ষোভ গ্রামবাসীদের

0 min read

কোচবিহার এক নং ব্লকের চান্দামারী অঞ্চলের রাজপুর গ্রামে ধরলা নদীর উপর সরকারের ঘাট সেতুটি বেহাল দশা থাকায় সেতুর উপর বিক্ষোভ দেখালেন স্থানীয় গ্রামবাসীরা। স্থানীয় গ্রামবাসী কার্তিক বর্মন,দিলীপ বর্মন, মাধব বর্মন,উৎপল বর্মন,শিবেন বিশ্বাস ও বাদল বর্মন সহ আরো অনেকে এদিন অভিযোগ করে জানান তাদের এই দাবি অনেক দিনের তারা এই সেতুটির সংস্কার চাইছেন,না হলে তারা আরো বড় আন্দোলন করবেন । এদিন গ্রামবাসীরা স্থানীয় ব্লক প্রশাসন সহ দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দের কাছে তাদের গ্রামের এই সেতুটি যত দ্রুত সম্ভব সংস্কার করার দাবি জানান। গ্রামবাসীরা জানান এই সেতুটির ওপর দিয়ে প্রতিদিন অনেক স্কুলের ছাত্র ছাত্রী সহ গ্রামবাসীরা জীবনের ঝুকি নিয়ে যাতায়াত করে। ব্রিজের কোন রেলিং না থাকায় মাঝে মাঝেই টোটো বাইক উল্টে জলে পড়ে যায় বলে জানান গ্রামবাসীরা। যত দ্রুত সম্ভব প্রশাসনের কাছে নতুন করে সেতুটি সংস্কার চাইছে স্থানীয় গ্রামবাসীরা।

You May Also Like