বড় ঘোষণা নমোর

0 min read

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে উচ্চ আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য।

এবার যোগ্য চাকরিপ্রার্থীদের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী বলেন, দুর্নীতি নয়, বরং মেধার ভিত্তিতে চাকরি পাওয়া সত্ত্বেও আদালতের নির্দেশের জন্য আজ যারা চাকরি হারিয়েছেন, তাঁদের আইনি সহায়তা দেবে বিজেপি।

হাই কোর্টের রায় ঘোষণার পর থেকেই চাকরি হারানো নিয়ে সরব হয়েছিলেন ‘যোগ্য’ চাকরিপ্রার্থীদের একাংশ। দুর্নীতি না করলেও আজ আদালতে ঝুলে রয়েছে তাঁদের ভবিষ্যৎ। চাকরি পাওয়ার ক্ষেত্রে কোনও অনিয়ম না করেও আজ কেন শাস্তি পেতে হচ্ছে? প্রশ্ন তাঁদের। হকের চাকরি ফিরে পেতে আন্দোলনের পথও বেছেছেন অনেকে।

You May Also Like