রাজ্যের প্রতি অসহযোগিতার অভিযোগ সিবিআইয়ের

0 min read

বেশ কিছুদিন ধরে আলোচনার শিরোনামে সন্দেশখালি। রাজ্য রাজনীতিতেও কিছুটা প্রভাব ফেলেছে এই মামলা। এবার এই মামলায় বড় পদক্ষেপ। সন্দেশখালিকাণ্ডে কলকাতা হাই কোর্টে প্রথম রিপোর্ট জমা দিল সিবিআই।

এদিন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে তদন্তের ‘স্টেটাস রিপোর্ট’ মুখবন্ধ খামে জমা দিয়ে সিবিআই জানিয়েছে তদন্তে সহযোগিতা করছে না রাজ্য। সিবিআইয়ের অভিযোগ, জমির রেকর্ড সংক্রান্ত বিষয়ে রাজ্যের কাছে তথ্য চাওয়া হয়েছে। তবে রাজ্য সহযোগিতা করছে না।

আদালতে সিবিআই জানায়, জমি কেড়ে নেওয়া সংক্রান্ত মোট ৯০০টি অভিযোগ রয়েছে। অভিযোগ শুনে রাজ্যকে তদন্তে প্রয়োজনীয় সহযোগিতা করার নির্দেশ দিয়েছে দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ। আগামী এক সপ্তাহের মধ্যে সিবিআইয়ের হাতে ওই সমস্ত নথি তুলে দিতে হবে বলে নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের।

You May Also Like