বদলানো হলো উচ্চমাধ্যমিক পরীক্ষার সময়

1 min read

আগামী মাসেই আসন্ন উচ্চমাধ্যমিক পরীক্ষা। জল্পনা মতোই উচ্চ মাধ্যমিকের পরীক্ষার সূচি বদলে গেল। নবান্ন থেকে সেটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতির জন্য বিজেপি এবং নির্বাচন কমিশনকে দায়ি করলেন তিনি।

২ এপ্রিল প্রথম ভাষার পরীক্ষা, ৪ এপ্রিল দ্বিতীয় ভাষার পরীক্ষা, ৫ এপ্রিল ভোকেশনাল। এরপর আবার সেই পরীক্ষা ১৬ এপ্রিল। সেদিন অঙ্ক গ্রুপের পরীক্ষা। ১৮ তারিখ অর্থনীতি পরীক্ষা। ১৯ তারিখ কম্পিউটার সায়েন্স গ্রুপের পরীক্ষা। পরের পরীক্ষা ২০ এপ্রিল, কমার্স-ল গ্রুপ। ২২ তারিখ ফিজিক্স গ্রুপের পরীক্ষা, ২৩ তারিখ স্ট্যাটিক্সটিক্স গ্রুপ। ২৬ তারিখ কেমিস্ট্রি গ্রুপ এবং ২৭ এপ্রিল বায়োলজিকাল গ্রুপের পরীক্ষা। মাঝে ৩ দিন পরীক্ষা হবে না কারণ সেদিন জয়েন্ট মেইন পরীক্ষা থাকবে। যারা সেই পরীক্ষায় বসতে চান তারা বসতে পারবেন। এমনটাই জানান মুখ্যমন্ত্রী।

এদিন এই পরীক্ষার দিন বদলের ব্যাপারে কথা বলতে গিয়ে তিনি বলেন, তাঁর খুব খারাপ লাগছে পরীক্ষার্থীদের জন্য কারণ তাদের পরীক্ষার সূচি বারবার বদল করা হচ্ছে। কিন্তু এই বিষয় রাজ্য সরকারের কিছু করার নেই বলে ব্যাখ্যা দেন মমতা। জানান, নির্বাচন কমিশন হঠাৎ এই দিন ঠিক করেছে কারণ তারা সব পরীক্ষাকে গুরুত্ব দেয় না। সূচি না জেনেই ভোটের দিন ঘোষণা করে দিয়েছে তারা।

এদিকে, বালিগঞ্জের দিন ঘোষণা করলেও মাণিকতলার ঘোষণা করা হয়নি। অথচ সেখানেই উপনির্বাচন হবে। বিজেপির কথায় কমিশন ভোটের দিন ঠিক করছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। এই প্রসঙ্গেই তিনি বলেন, তিনি পরীক্ষার্থী এবং অভিভাবকদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছেন এই সূচি বদলের জন্য। আসলে এর আগে একবার উচ্চ মাধ্যমিকের সূচি বদল হয়েছে জয়েন্ট পরীক্ষার জন্য। আবার ১২ এপ্রিল রাজ্যে উপনির্বাচন৷ তার আগে এবং পরে অর্থাৎ ১১ এবং ১২ এপ্রিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছিল। সেই প্রেক্ষিতে আবার বদলাতে হল পরীক্ষার দিনক্ষণ। ওদিকে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফে বিজ্ঞপ্তি জারি করে নতুন দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী, ১৬ এপ্রিলের পরিবর্তে পরীক্ষা শুরু হবে ২১ এপ্রিল থেকে। চলবে ৪ মে পর্যন্ত।

You May Also Like