বিস্ফোরণের ঘটনায় প্রশাসনকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী

0 min read

চলতি বছর রাজ্যে নির্বাচন শুরু থেকেই একাধিক প্রশ্ন, পূর্ব নির্ধারিত সময়েই রাজ্যে সম্পন্ন হয়েছে পঞ্চায়েত ভোট। গণতন্ত্রের উৎসব! এই গণতন্ত্রে উৎসব শেষ হয়ে ফলাফল ঘোষিত হলেও এখনো সন্ত্রাসের ধারা অব্যাহত রয়েছে। এই পরিস্থিতিতে দত্তপুকুরে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় পুলিসের একাংশের দু্র্নীতিকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী৷

উত্তর চব্বিশ পরগণার দত্তপুকুরে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। সেই ঘটনায় এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কেউ কেউ বেআইনি কাজ করছে। পুলিস চোখ বন্ধ করে দেখছে৷ লোকাল থানায় যাঁরা দায়িত্বে আছেন তাঁরা কী করছেন আমি বললাম না। আমি অ্যান্টি কোরাপশন সেল চালু করেছি। তারা সব নজর রাখছে। অনেকের একটু লোভ বেশি৷ বাজি কারখানা নিয়ে আমরা দুটো বৈঠক করেছি।’

দত্তপুকুরের ঘটনার পরেও এ দিন ফের একবার মুখ্যমন্ত্রীর মুখে সবুজ বাজির কথা শোনা গিয়েছে। ইতিমধ্যেই দত্তপুকুরের ঘটনায় এনআইএ তদন্তের দাবি করেছেন বিরোধীরা।

You May Also Like