অস্ত্রপ্রচার করতে হবে মুখ্যমন্ত্রীকে

1 min read

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে ঘোষিত হয়েছে আসন্ন ভোটের দিনক্ষণ। এই পরিস্থিতিতে সপ্তাহ খানেক আগে উত্তরবঙ্গে কপ্টার-বিপর্যয়ের মধ্যে পড়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় কোমরে-পায়ে জোর চোট লেগেছিল মুখ্যমন্ত্রীর।

তারপর থেকে বাড়িতে থেকেই চলছে চিকিৎসা। তবে এরই মধ্যে জানা যাচ্ছে হাঁটুতে মাইক্রো সার্জারি হবে মমতার। সূত্রের খবর, এসএসকেএম হাসপাতালে ভর্তি হবেন মমতা। সেখানেই হবে অস্ত্রোপচার। জানা যাচ্ছে আগামী ৭ই জুলাই রাজ্যে পঞ্চায়েত ভোটের আগের দিন মুখ্যমন্ত্রীর অস্ত্রোপচার হওয়ার কথা।

প্রসঙ্গত, পঞ্চায়েত ভোট পূর্বে প্রচারের জন্য উত্তরবঙ্গে গিয়ে জলপাইগুড়ি থেকে উড়ানের পরই দুর্যোগের কবলে মধ্যে পড়ে মমতার হেলিকপ্টার। বৈকুণ্ঠপুরের জঙ্গলের ওপর দিয়ে যাওয়ার সময় প্রবল ঝড়-বৃষ্টির দরুন সেবকে বায়ুসেনার ঘাঁটিতে জরুরি অবতরণ হয়। সেই সময়ই নামতে গিয়ে কোমরে এবং পায়ে ভীষণ ভাবে চোট পান মুখ্যমন্ত্রী।

You May Also Like