দল বিরোধী কর্মকান্ডের জন্য পদ থেকে সরানো হল মুখ্যমন্ত্রীর ভাইকে

0 min read

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে সাগরদিঘির ব্লক সভাপতি পদ থেকে সরানো হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাতো ভাই দেবাশীষ বন্দ্যোপাধ্যায়কে। সাগরদিঘির উপনির্বাচনে তাকে দাঁড় করানো হয়েছিল তৃণমূলের পক্ষ থেকে। তার বিরুদ্ধে ছিল দল বিরোধী কাজের অভিযোগ।

বর্তমানে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নব জোয়ার কর্মসূচি নিয়ে ঘুরছেন বাংলার বিভিন্ন প্রান্তে। সম্প্রতি অভিষেক মুর্শিদাবাদে কর্মসূচি শেষ করে প্রবেশ করেছেন বীরভূমে। মুর্শিদাবাদে অভিষেকের সভার পরই তৃণমূলের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দলবিরোধী কাজকর্ম করায় এর আগে তৃণমূলের পক্ষ থেকে দেবাশীষ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু তারপর দেবাশীষকেই করা হয় ব্লক সভাপতি। এমনকি সাগরদিঘির উপনির্বাচনের তৃণমূলের পক্ষ থেকে দেবাশীষ বন্দ্যোপাধ্যায়কে ভোটে দাঁড় করানো হয়। তবে মুখ্যমন্ত্রীর ভাইকে সরানোর ঘটনা পঞ্চায়েত নির্বাচনে প্রভাব ফেলবে বলেই ওয়াকিবহাল মহলের মত।

You May Also Like