বিগত কয়েকদিন ধরে ওঠানামা করছে দেশের দৈনিক করোনা গ্রাফ

1 min read

বিগত বেশ কয়েকদিন ধরেই ওঠানামা করছে দেশের দৈনিক করোনা গ্রাফ। শনিবারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৩৯ হাজার ৯৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা গতকালের তুলনায় খানিকটা বেশি। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ কোটি ১৩ লক্ষ ৩২ হাজার ১৫৯। সুস্থ হয়েছেন ৩৫,০৮৭ জন। অ্যাকটিভ কেসের সংখ্যা ৪,০৮,৯৭৭। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু সংখ্যা ৫৪৬। দেশে এখনও পর্যন্ত করোনার বলি ৪ লক্ষ ২০ হাজার ১৬ জন। এর মধ্যে আবার দেশে মাথাচাড়া দিয়েছে কোভিডের একাধিক ভ্যারিয়েন্ট। বর্তমানে দৈনিক পজিটিভিটি রেট ২.৪০ শতাংশ।

তবে ধীরে ধীরে কমেছে অ্যাকটিভ কেস। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, বর্তমানে দেশে করোনার চিকিৎসাধীন রোগীর সংখ্যা বেড়ে হল ৪ লক্ষ ৮ হাজার ৯৭৭ জন। যা মোট আক্রান্তের সংখ্যার ১.৩১ শতাংশ। এসব চিন্তার মাঝেই অবশ্য ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের শক্তি জোগাচ্ছেন করোনাজয়ীরা। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৫ লক্ষ ৩ হাজার ১৬৬ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৩৫ হাজার ৮৭ জন। গত ২৪ ঘণ্টায় প্রায় ৪২.৬৭ লক্ষ মানুষ করোনা টিকা গ্রহণ করেছেন। এখনও পর্যন্ত দেশে ৪২.৭৮ কোটিরও বেশি মানুষ করোনা টিকা গ্রহণ করেছেন।

অন্যদিকে করোনা পরিস্থিতি বাগে আনতে মরিয়া রাজ্য। সংক্রমণ ধীরে ধীরে অনেকটা কমলেও এখনও বন্ধ লোকাল ট্রেন। এই পরিস্থিতিতে গত ২৪ ঘণ্টায় ফের সামান্য বাড়ল দৈনিক সংক্রমণ। স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, একদিনে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৮৪২ জন। আগের দিন নতুন আক্রান্তের সংখ্যা ছিল ৭৯৩। বেড়েছে মৃত্যুও। একদিনে করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ১৬ জনের। ঊর্ধ্বমুখী সুস্থতার হারও। একদিনে করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ১৬ জনের। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮, ০৫৬ জন। এখনও পর্যন্ত মোট করোনা পরীক্ষা হয়েছে ১,৫৩,৭৬,৩৬১ জনের। বর্তমানে রাজ্যে সেফ হোমের সংখ্যা ২০০।  উল্লেখ্য, গত ১৫ দিনে করোনা প্রাণ কাড়েনি বিধাননগরের একজনেরও, যা নিঃসন্দেহে সুখবর। কমেছে সংক্রমণও। 

You May Also Like