‘কেয়ার ফর হকি’ ক্যাম্পেনের মুখ রানি

1 min read

ভারতের অন্যতম প্রধান বেসরকারি বীমা সংস্থা বাজাজ অ্যালিয়ানজের পক্ষ থেকে ‘#কেয়ার ফর হকি’ ক্যাম্পেন চালু করার কথা ঘোষণা করা হয়েছে। এই ক্যাম্পেনের উদ্দেশ্য হল তৃণমূল স্তরে ভারতীয় হকির বিকাশ। এই কথা মাথায় রেখেই ভারতীয় মহিলা হকি দলের ক্যাপ্টেন রানী রামপালের সাথে চুক্তিবদ্ধ হয়েছে বাজাজ। কারণ রানী হলেন আজকের প্রজন্মের কাছে এক বিরাট অনুপ্রেরণা যিনি সব প্রতিকূলতাকে উপেক্ষা করে স্বপ্ন পূরণের লক্ষ্যে অবিচল থেকেছেন।

ভারতীয় হকির বিকাশের লক্ষে বাজাজ অ্যালিয়ানজ জেনারেল ইন্স্যুরেন্স ওয়ান থাউজেন্ড হকি লেগসের সাথে যুক্ত হয়েছে। এই পার্টনারশিপের ফলে আগ্রহী শিশুরা হকি খেলার উন্নতমানের সরঞ্জাম এবং প্রশিক্ষণ পাবে। যা ভবিষ্যতে আগামী প্রজন্মের শিশুদের বিশ্বের দরবারে যেমন পরিচিতি দেবে তেমনি অপরদিকে রানী রামপালের  মত তাদের রোল মডেল হওয়ার সুযোগও প্রদান করবে।

বাজাজ অ্যালিয়ানজ জেনারেল ইন্স্যুরেন্সের এমডি এবং সিইও তপন সিংহ বলেন, আমাদের উদ্দেশ্য হল এই ‘#কেয়ার ফর হকি’ ক্যাম্পেন-এর মাধ্যমে দেশে হকির জনপ্রিয়তা বৃদ্ধি। রানী রামপাল এবং ওয়ান থাউজেন্ড হকি লেগস-এর সহযোগিতা তৃণমূল স্তরে হকির বিকাশে বিশেষ ভাবে সাহায্য করবে।

You May Also Like