মলিন হবে প্রতিশোধের আঁচ, এবার ব্রিটেন শাসন করবেন এক ভারতীয় বংশোদ্ভুত

1 min read

একের পর এক বদল হচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী। আবার একবার বদল হলো ব্রিটেনের প্রধানমন্ত্রী। মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই পদত্যাগ দেওয়ার কারণে ব্রিটেনের নয়া প্রধানমন্ত্রী হলেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক।

ইতিহাসের পুনরাবৃত্তি হয়ে গেল। যারা একদিন ভারত শাসন করেছিল, সেই দেশকে এবার শাসন করতে চলেছেন একজন ভারতীয় বংশোদ্ভুত। আলোর উৎসবে মেতেছে গোটা দেশ। আর এইদিনই ব্রিটেন থেকে এই খুশির খবর এল। কনজারভেটিভ পার্টির সদস্য ৪২ বছরের ঋষি ব্রিটেনের প্রাক্তন অর্থমন্ত্রীও। আগামী ২৮ অক্টোবর শপথ গ্রহণ করবেন তিনি। তাঁর পক্ষে পার্লামেন্টের ১৯১ সদস্যের সমর্থন রয়েছে বলে জানা গিয়েছে।

গত ভোটে তিনি লিজ ট্রাসের কাছে হেরে যান। বিগত কিছু সময় ধরেই লিজের অর্থনীতি সংক্রান্ত সিদ্ধান্ত সমালোচনার মুখে পড়েছিল এবং তা নিয়ে বিস্তর আলোচনা হচ্ছিল। এমনকি তাঁর দলের অন্দরেই পদত্যাগের দাবি তীব্র হচ্ছিল। তাই গদিতে বসার ৪৫ দিনের মধ্যে বাধ্য হয়ে ইস্তফা দিলেন লিজ। এরপরই ফের শিরোনামে চলে আসে ঋষির নাম।

ব্রিটেনের শাসক দল কনজারভেটিভ পার্টির তরফ থেকে ঋষির নাম ঘোষণা করা হয়েছে। এই খবরে ভারতীয়রাও যেন অন্যভাবে একটা ‘প্রতিশোধের’ আঁচ গ্রহণ করতে পারছে। কারণ ২০০ বছর ধরে ভারতকে শাসন করেছে ব্রিটেন। এবার সব কিছু যেন কিছুটা হলেও মলিন করে দেবেন ‘ইনফোসিস’ এর প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির জামাই ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক।

You May Also Like