নতুন দলের নাম ঘোষণা করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

1 min read

সব জল্পনার অবসান করে নতুন দল ঘঠন করলেন তিনি। বহু সময় ধরেই তাঁকে নিয়ে জল্পনা বহাল ছিল। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে প্রায় সাত পাতার চিঠি লিখে ইস্তফা দিয়ে নতুন দলের নাম ঘোষণা করলেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। ক্যাপ্টেন অমরিন্দর সিং তার নতুন দলের নামও প্রকাশ করেছেন। তিনি তার নতুন দলের নাম দিয়েছেন ‘পাঞ্জাব লোক কংগ্রেস’।

কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে এক চিঠিতে তিনি লিখেছেন, “আমার আপত্তি থাকা সত্ত্বেও এবং পাঞ্জাবের প্রায় সব সাংসদের সর্বসম্মত পরামর্শ সত্ত্বেও, আপনি নভজ্যোত সিং সিন্ধুকে পাকিস্তানের একজন অ্যাকোলাইট নিয়োগ করতে বেছে নিয়েছিলেন।” তিনি চিঠিতে আরও উল্লেখ করেছেন ‘আমি আসলে আপনার আচরণে এবং আপনার সন্তানদের দ্বারা গভীরভাবে আহত হয়েছি যাদের আমি এখনও আমার নিজের সন্তানদের মতো গভীরভাবে ভালোবাসি, তাদের বাবাকে চিনি, যেহেতু আমরা একসাথে স্কুলে পড়েছি।’

গভীর বেদনাহত হয়ে সিং বলেছেন, “আমি আমার রাজ্য এবং আমার দেশের স্বার্থে ভারতীয় জাতীয় কংগ্রেস থেকে পদত্যাগ করছি।” কয়েক দিন আগে, পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী টুইট করেছিলেন, অনেক ভেবেচিন্তে দলের সঙ্গে বিচ্ছেদের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি টুইট করে এও জানান, ‘আমি পাঞ্জাব এবং এর কৃষকদের স্বার্থে শক্তিশালী যৌথ শক্তি গড়ে তুলতে চাই।’

You May Also Like