পাকিস্তানে আবারও এয়ারস্ট্রাইকের আতঙ্কের কথা জানালেন প্রাক্তন কূটনীতিবিদ

1 min read

হামলা হলে তার যোগ্য জবাব দেওয়া হবে এই নীতিতে চলছে ভারত। পুঞ্চে ভারতীয় সেনার উপর ফের হামলা চালিয়েছিল পাকিস্তানি জঙ্গিরা। সেই ঘটনার পর থেকেই ভারত আরও একবার সার্জিক্যাল স্ট্রাইক বা এয়ার স্ট্রাইক চালাতে পারে বলে আতঙ্কে ভুগছে পাকিস্তান। এমনই জানালেন পাকিস্তানের প্রাক্তন কূটনীতিবিদ আবদুল বাসিত।

পাকিস্তানের প্রাক্তন কূটনীতিবিদ বলেন, ‘ভারত আরও একটি সার্জিক্যাল স্ট্রাইক বা এয়ার স্ট্রাইক চালাবে বলে চর্চা চলছে পাকিস্তানে। তবে আমার মনে হয় ভারত এখন সেই পথে হাঁটবে। কারণ এখন দিল্লি সাংহাই কো-অপারেশন বৈঠক আয়োজন করছে এবং জি-২০ গোষ্ঠীর সভাপতিত্ব করছে।‘

তিনি আরও বলেন, ‘যতদিন ভারত জি২০ গোষ্ঠীর সভাপতিত্ব করবে, ততদিন কোনওরকম দুঃসাহসিক কাজ করবে না। কিন্তু পরের বছর নির্বাচনের সময় ভারত আবারও সেই সার্জিক্যাল স্ট্রাইক বা এয়ার স্ট্রাইক চালাতে পারে পাকিস্তানের উপর।’ গত ২০ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পুঞ্চে ভারতীয় সেনার গাড়ির উপর হামলা চালায় জঙ্গিরা।

You May Also Like