পাহাড়বাসীর জন্য শ্রমিক ভবন নির্মাণ প্রকল্পের কাজের শিলান্যাস করা হলো

1 min read

দীর্ঘদিনের দাবি মিটলো পাহাড়বাসীর, অবশেষে পাহাড়ে বসবাসকারী শ্রমিকদের শিলিগুড়িতে এসে থাকার জন্য শ্রমিক ভবন নির্মাণ করার উদ্যোগ গ্রহণ করলো গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন।বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে পূজোর্চনা করে এবং আনুষ্ঠানিক ভাবে শিলিগুড়ির সংলগ্ন দাগাপুর শ্রমিক ভবনের কমপ্লেক্সে GTA এর শ্রমিক ভবন নির্মাণ প্রকল্পের কাজের শিলান্যাস করা হলো।

এদিন প্রদীপ প্রজ্জালনের মধ্যে দিয়ে এই প্রকল্পের কাজের শিলান্যাস করলেন GTA এর চিফ এক্সিকিউটিভ অনিত থাপা।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন GTA এর ডেপুটি চেয়ারম্যান রাজেশ চৌহান সহ GTA ও শ্রম দপ্তরের আধিকারিক ও সভাসদরা।

জানা গিয়েছে ১৪ কোটি ২৪ লক্ষ্য ৩১ হাজার ৬৩৩ টাকা ব্যয় করে এই শ্রমিক ভবন নির্মাণ করা হচ্ছে। জানা গিয়েছে ১০০ সজ্জা বিশিষ্ট এই শ্রমিক ভবন নির্মাণ হলে সামান্য খরচে পাহাড়ের শ্রমিকেরা এই ভবনে থাকতে পারবে।

You May Also Like