খুশির খবর, এগিয়ে আসতে পারে বর্ষা

1 min read

চলতি বছর শীত উধাও হতে পারা চড়েছে গরমের। নাজেহাল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল বঙ্গে। কিন্তু রেহাই মেলেনি গরম থেকে। এখনও পর্যন্ত সেই রকম সুখবর দিতে পারল না আবহাওয়া দফতর। বিগত কয়েক দিনে বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছিল কিন্তু সেই পরিমাণ বর্ষণ হয়নি রাজ্যে। শুক্রবার এবং আগামী কয়েক দিনও রাজ্যের বৃষ্টি হবে বলে জানিয়েছে তারা কিন্তু গরমের অস্বস্তি যে থাকবেই সেটাও স্পষ্ট করা হয়েছে। কিন্তু আশার কথা এই, বাংলার পড়শি রাজ্যে খুব তাড়াতাড়ি ঢুকে যাচ্ছে বর্ষা, তাই মনে করা হচ্ছে বাংলাতেও বর্ষা শুরু হবে কয়েক সপ্তাহ পরেই।

হাওয়া অফিস বলছে, আগামী দু-তিনদিনের মধ্যে কেরলে বর্ষা ঢুকতে পারে। সেই রাজ্যে এখন প্রাক বর্ষার বৃষ্টি চলছে। তাহলে কি বাংলাতেও খুব তাড়াতাড়ি বৃষ্টি? এমনটা স্পষ্টভাবে না জানাতে পারলেও রাজ্য জুড়ে আগামী তিনদিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটাই জানিয়েছেন আবহাওয়াবিদরা। জানান হয়েছে, মোটামুটিভাবে আকাশের মুখ ভার থাকবে এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়। তবে বাতাসে আর্দ্রতা থাকায় অস্বস্তি থাকবে বলেও সতর্ক করা হয়েছে। এক কথায়, গরম এই মুহূর্তে আর কমছে না।

হাওয়া অফিস বলছে, আগামী দু-তিনদিনের মধ্যে কেরলে বর্ষা ঢুকতে পারে। সেই রাজ্যে এখন প্রাক বর্ষার বৃষ্টি চলছে। তাহলে কি বাংলাতেও খুব তাড়াতাড়ি বৃষ্টি? এমনটা স্পষ্টভাবে না জানাতে পারলেও রাজ্য জুড়ে আগামী তিনদিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটাই জানিয়েছেন আবহাওয়াবিদরা। জানান হয়েছে, মোটামুটিভাবে আকাশের মুখ ভার থাকবে এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়। তবে বাতাসে আর্দ্রতা থাকায় অস্বস্তি থাকবে বলেও সতর্ক করা হয়েছে। এক কথায়, গরম এই মুহূর্তে আর কমছে না।

You May Also Like