স্বাভাবিক ছন্দে ফিরতে চলেছে ইন্ডোর স্টেডিয়াম

0 min read

করোনা পরিস্থিতি কাটিয়ে আবার স্বাভাবিক ছন্দে ফিরতে চলেছে শিলিগুড়ির ইন্ডোর স্টেডিয়াম। আধুনিকতার অভাবে ভালো খেলোয়াড় তৈরী হচ্ছে না তাই আধুনিক ও বাতানুকুল ইন্ডোর স্টেডিয়াম তৈরীর আর্জি জানান জাতীয় টেবিল টেনিস কোচ সুব্রত রায়। শিলিগুড়ি শহরের একমাত্র ইন্ডোর স্টেডিয়াম করোনাকালের সময় স্বাস্থ্য দপ্তর অধিগ্রহণ করে সেফ হোম তৈরী করেছিলেন। আজ করোনা স্বাভাবিক ছন্দে এসেছে তাই প্রায় দুবছর বন্ধের পর আবার ইন্ডোর স্টেডিয়ামকে খেলার উপযুক্ত করে তোলা হবে।

জাতীয় টেবিল টেনিস কোচ সুব্রত রায় আনন্দের সাথে জানান, খুব ভালো খবর। পুনরায় ইন্ডোর স্টেডিয়াম খোলা হচ্ছে।
এর সাথে সুব্রতবাবু জানান, আধুনিক মানের স্টেডিয়াম তৈরী হলে ভালো হয়। যার অভাবে নুতন খেলোয়াড় তৈরী হচ্ছে না আমাদের এই শহর থেকে। বর্তমানে সব দেশে আধুনিকভাবে আধুনিক কোচের মধ‍্য দিয়ে প্রশিক্ষণ করানো হয়,এ ই অভাবটা প্রচন্ড রয়েছে। তাই মেয়রের এই উদ্দ‍্যোগকে সাধুবাদ জানিয়েছেন সুব্রতবাবু। তিনি বলেন, আধুনিক মানের স্টেডিয়াম তৈরী হলে আবার সুভজিৎ, মান্তু, সৌমজিৎ,নন্দিতার মতো খেলোয়াড় উঠে আসবে।

You May Also Like