নিয়োগ দুর্নীতি মামলার রিপোর্ট চাইলেন বিচারপতি

0 min read

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ২০২৩ সাল থেকে জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

দীর্ঘ এই সময়ের মধ্যে পার্থ একাধিকবার জামিন চাইলেও সুরাহা হয়নি। এবার ইডির কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাই কোর্ট। রিপোর্ট চাইলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আগামী ২৭ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি রয়েছে। কবে থেকে নিম্ন আদালতে বিচার পর্ব শুরু করা সম্ভব তাও রিপোর্টে উল্লেখ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি।

প্রসঙ্গত, ২০২৩ থেকে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে তার নাকতলার বাড়ি থেকে গ্রেফতার করে তদন্তকারী সংস্থা ইডি। ইডির পর সিবিআইয়ের হাতেও গ্রেফতার হন পার্থ। বর্তমানে তার ঠিকানা প্রেসিডেন্সি জেল।

You May Also Like