মামলা চলাকালীন আইনজীবীকে কড়া ভর্ৎসনা বিচারপতির

0 min read

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে হাজিরা এড়াতে আদালতে কৌশলী পদক্ষেপ নিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় লিপস অ্যান্ড বাউন্ডসের সিইও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে ইডি। কিন্তু তিনি দিল্লিতে কর্মসূচির কারণে হাজিরা দেবেন না বলে জানিয়েছিলেন তিনি।

এই অভিযোগ জানিয়ে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চে মঙ্গলবার মামলা দায়ের হয়। বিচারপতি সেন অভিষেকের আইনজীবীকে প্রশ্ন করেন, ‘মক্কেলের পূর্ব নির্ধারিত কর্মসূচি রয়েছে, সেটা তদন্তকারী সংস্থাকে জানিয়েছেন? কেন জানাননি? উনি যে যাবেন না, সেটা ইডিকে জানানো উচিত ছিল।’

You May Also Like