সিবিআই হানার পরই ফেটে পড়েন মেয়র

0 min read

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে সম্প্রতি পুর নিয়োগ দুর্নীতি মামলায় মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল বিধায়ক মদন মিত্রের বাড়িতে হানা দেয় সিবিআই।

এরপরই ক্ষোভে ফেটে পড়েন মেয়র। ফিরহাদ বলেন, “ব্রাত্যর আগে একজন (পার্থ চট্টোপাধ্যায়) ভুল করেছে। অভিষেক, আমরা বসে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিলাম। এখন যদি আমার বিরুদ্ধে কোনও দুর্নীতি প্রমাণিত হয়ে থাকে তাহলে আমাকেও (অভিষেক) দল থেকে তাড়িয়ে দেবে। আমাদের দলে এসব নিয়ে জিরো টলারেন্স নীতি রয়েছে।

পুরমন্ত্রী আরও বলেন, “আমাদের মধ্যে দু একজন যা অন্যায় করেছে তার বিচার আইনি পথেই হবে। চাঁদে কলঙ্ক থাকতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও দাগ নেই।” পাশাপাশি এদিন নারদা নিয়ে শুভেন্দুকেও একহাত নেন ফিরহাদ।

You May Also Like