প্রাক্তন প্রধানমন্ত্রীর ছেলের নাম উঠছে বাংলাদেশের হিংসার ঘটনায়

1 min read

বিগত বেশ কয়েকদিন ব্যাপক হিংসা ছড়িয়েছে ভারতের প্রতিবেশি দেশ গোটা বাংলাদেশে, যা অজানা নয় কারোরই। বাংলাদেশে এই সাম্প্রদায়িক হিংসার ঘটনায় এবার আঙুল উঠল প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি সুপ্রিমো বেগম খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের দিকে৷ তিনি বিএনপি’র ভাইস চেয়ারম্যানও বটে৷ তবে একাধিক দুর্নীতি সহ বিভিন্ন মামলায় অভিযুক্ত তারেক এখন লন্ডনবাসী৷ এই ঘটনায় বিএনপি’র সঙ্গে যুক্ত ছিল মৌলবাদী দল জামাত৷ রাজশাহি সার্কিট হাউসে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে একথা জানান আওয়ামি লিগের যুগ্ম সাধারণ সম্পাদক তথা তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. মাহমুদ।

অন্যদিকে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও জানান এই হামলার পিছনে পরিচিত কিছু রাজনৈতিক ব্যক্তিত্বের জড়িত থাকার প্রমাণ মিলেছে৷ ধৃতরা জেরায় তাঁদের নাম ফাঁস করেছেন বলেও জানান তিনি৷ খুব শীঘ্রই সেই সকল নাম প্রকাশ করা হবে৷ তবে তাঁর আগে আরও নিশ্চিত হতে চাইছে পুলিশ৷ তথ্যমন্ত্রী হাসান মাহমুদ সরাসরি বিএনপির ভাইস চেয়ারম্যানের দিকে আঙুল তুলে বলেন, তারেক রহমানের পরিকল্পনাতেই সারা দেশে সাম্প্রদায়িক হিংসা ছড়িয়ে পড়েছিল।

লণ্ডনে বসেই একমাস ধরে কুমিল্লা কাণ্ডের পরিকল্পনা করা হয়৷ প্রকাশ্যে জামাতের সঙ্গে বৈঠক করেছে বিএনপি৷ তাদের ষড়যন্ত্রেরই ফল এই হিংসা৷ তারেক রহমানই এই ঘটনার মাস্টারমাইন্ড৷ সেই সঙ্গে তিনি আরও বলেন, দুর্গা পুজোয় যারা হামলা চালিয়েছে, তাদের সকলকে খুঁজে বার করা হবে৷ 

তাঁর কথায়, এ দেশে সাম্প্রদায়িকতা নিয়ে রাজনীতি করে বিএনপি ও জামাতের মতো উগ্র মৌলবাদীরা৷ কারা অভিযুক্ত যুবকদের অর্থ দিয়ে এই কাজ করিয়েছে তার সবটাই প্রকাশ্যে আসবে৷ নোয়াখালিতে সাম্প্রদায়িক হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে বিএনপির শাখা সংগঠন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফয়সল ইমাম ওরফে কমলকে৷ তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

You May Also Like