বঙ্গের করোনা সংক্রমণের সংখ্যা বাড়ায় বাড়ছে চিন্তা

0 min read

বেড়ে চলেছে করোনা সংক্রমণের সংখ্যা। দেড় হাজারের গণ্ডি পেরতেই শঙ্কা আরও বৃদ্ধি হয়েছিল। এবার গত ২৪ ঘণ্টায় বঙ্গে সংক্রমণ প্রায় আঠারোশো! পজিটিভিটি রেটও হু হু করে বাড়ছে। তাহলে কি ধরে নেওয়া যায় যে চতুর্থ কোভিড ঢেউয়ের এটাই শুরু?

আপাতত তেমন ইঙ্গিত বিশেষজ্ঞরা দিচ্ছেন না। এখনও পরিস্থিতি হাতের বাইরে যায়নি এমন দাবি করা হচ্ছে। কিন্তু বিগত কয়েক দিনে যে হারে বেড়েছে সংক্রমণ, তাতে আতঙ্কিত না হওয়ার কোনও কারণ নেই। তবে এটাও বলে রাখা দরকার, টেস্টিংও বেড়েছে আগের তুলনায়।

রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭৩৯ জন। সব মিলিয়ে রাজ্যের মোট রোগীর সংখ্যা ২০ লক্ষ ৩১ হাজার ১৬৪ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় কোনও মৃত্যু হয়নি রাজ্যে।

মোট মৃত্যু দাঁড়িয়ে ২১ হাজার ২১৯ জনে। অন্যদিকে, একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ৪৫৬ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ২০ লক্ষ ১ হাজার ৬৬৮ জন। অন্যদিকে, আজ একদিনে পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ৮১১ টি নমুনা।

এতদিন পর্যন্ত মোট ২ কোটি ৫৫ লক্ষ ৬৯ হাজার ০৩৪ নমুনা পরীক্ষা করা হয়েছে। এদিকে আজ রাজ্যের পজিটিভিটি রেট আরও বেড়ে ১৪.৭২ শতাংশ। এদিকে সুস্থতার হার আরও কমে ৯৮.৫৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় আবার সবচেয়ে বেশি আক্রান্তের হদিশ মিলেছে কলকাতায়। এখানে আজ আক্রান্ত ৬৭৩। এরপরই করোনা গ্রাফের তালিকায় ফের দ্বিতীয় উত্তর ২৪ পরগনা।

এই জেলায় আজ কোভিড পজিটিভ ৪৪১ জন, আর দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্ত হয়েছে ১৫১ জন। দৈনিক সংক্রমণের সাম্প্রতিক এই স্ফীতি ভয় ধরাচ্ছে চিকিৎসক মহলেও। আবার যদি হাসপাতাল ভর্তি হতে থাকে আগের মতো তাহলে পরিস্থিতি কী হবে তা ভেবে কূল পাচ্ছে না অনেকেই।

You May Also Like