সামান্য কম হলো সংক্রমণের সংখ্যা

0 min read

করোনা ভাইরাস নিয়ে নতুন কিছু বলার নেই। ওঠা পড়া লেগেই আছে এই সংক্রমণের সংখ্যায়। দেশের করোনা ভাইরাস সংক্রমণের সংখ্যায় গ্রাফ আজ কিছুটা চিন্তা কম করবে। দৈনিক সংক্রমণ ১০ হাজারের নীচে নেমে গিয়েছে গত ২৪ ঘণ্টায়। একাধিক রাজ্যের পরিসংখ্যানে বদল হয়েছে।

এদিকে ক্রমাগত নিম্নমুখী অ্যাকটিভ কেস। কিন্তু সাধারণ মানুষকে যে সতর্ক থাকতে হবে তা বারবার করেই বলছেন বিশেষজ্ঞরা। কারণ করোনা ছাড়াও একাধিক ভাইরাসের দাপট দেখা যাচ্ছে বিশ্বজুড়ে। যার মধ্যে আছে মাঙ্কিপক্স। দেশেও এই রোগ এবং ডেঙ্গুর প্রভাব বাড়ছে বলেই আশঙ্কা।

কেন্দ্রীয় তথ্য বলছে, আজ দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা ৯ হাজার ৫২০ জন। এই একই সময় মৃত্যু হয়েছে ৪১ জনের। এদিকে মোট মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৭ হাজার ৫৯৭ জনের। আবার একদিন সুস্থ হয়েছে ১২ হাজার ৮৭৫ জন। এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৩৭ লক্ষ ৮৩ হাজার ৭৮৮ জন করোনা থেকে মুক্ত হয়েছেন।

সব মিলিয়ে এই মুহূর্তে দেশের সক্রিয় রোগীর সংখ্যা ৮৭ হাজার ৩১১ জন। আপাতত দেশের সুস্থতার হার ৯৮.৬২ শতাংশ। টিকাকরণও চলছে দাপটের সঙ্গে। এতদিনে মোট টিকা দেওয়া হয়েছে ২১১ কোটি ৩৯ লক্ষ ৮১ হাজার ৪৪৪ ডোজ। আর গত ২৪ ঘণ্টায় দেওয়া হয়েছে ২৫ লক্ষ ৮৬ হাজারের বেশি ডোজ।

অন্যদিকে জোরকদমে চলছে প্রাপ্তবয়স্কদের বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়ার অভিযান। টিকাকরণের পাশাপাশি করোনা রোগী চিহ্নিত করতে জোর দেওয়া হচ্ছে টেস্টিংয়েও। তবে করোনা ছাড়াও মাঙ্কিপক্স, ফ্লু, ডেঙ্গু প্রভৃতি রোগ নিয়েও আতঙ্ক তৈরি হয়েছে। বাংলা সহ দেশের একাধিক রাজ্যের মানুষ চিন্তিত এই সব রোগ নিয়ে। তাই চিকিৎসকরা সকলকেই সাবধানে থাকার পরামর্শ দিচ্ছেন।

You May Also Like