দুর্নীতি নিয়ে বিস্ফোরক ভিডিও পোস্ট করে ঝড় তুললেন বিরোধী দলনেতা

0 min read

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতি, রেশন, আগে সারদা, নারদা, কাটমানি এমনকি আমফান ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থদের ত্রাণ বণ্টন নিয়েও দুর্নীতির অভিযোগ সামনে এসেছিল।

২০২০ সালে বিধ্বংসী ঘূর্ণিঝড় আমফান পশ্চিমবঙ্গের একাধিক জেলাকে রীতিমতো তছনছ করে দেয়। সেই সময় রাজ্য সরকারের দেওয়া ত্রাণই ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছায়নি বলে অভিযোগ সামনে এসেছিল। ত্রাণবণ্টন নিয়ে মামলাও হয় কলকাতা হাইকোর্টে।

সেই ঘটনার ৩ বছর পর এবার সেই ইস্যুতেই ফের সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন দুপুরে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে ঝড় তুলে দেন শুভেন্দু। শুভেন্দুর দাবি, আম্ফানে ক্ষতিগ্রস্থদের জন্য ত্রাণ সামগ্রী দরিদ্র ক্ষতিগ্রস্থ মানুষের কাছে পৌঁছায়নি।

You May Also Like